ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

কলাপাড়ায় স্ত্রীর তালাকের নোটিশে স্বামীর গলায় ফাঁসে আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:০৯, ৩০ জুলাই ২০২৫

কলাপাড়ায় স্ত্রীর তালাকের নোটিশে স্বামীর গলায় ফাঁসে আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তরুণ স্বামী নুর উদ্দিন। বুধবার সকালে কলাপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নূরউদ্দিন একটি মোবাইল কোম্পানির রিচার্জ কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে তার ভাই জানান।

কলাপাড়া থানার উপ পরিদর্শক জাহিদ জানান, মঙ্গলবার রাতে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দেয় ফারুক মিয়ার ছেলে নুর উদ্দিন। নুরউদ্দিন গত ডিসেম্বরে কালকিনিতে দুলাল সরদারের মেয়ে আলিফাকে বিয়ে করেন। গত কয়েকদিন আগে নুর উদ্দিনের স্ত্রী আলিফা তার বাবার বাড়ি চলে যায় এবং তার সাথে আর সংসার করবে না বলে দেয়। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তালাকের নোটিশ পাঠায়। বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি নুরউদ্দিন। হতভাগা মনের কষ্টে  গলায় ফাঁস দেন। তার উভয়ে টিকটক করতেন বলেও জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। কেন কী কারণে সে আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

 

রাজু

আরো পড়ুন  

×