
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা নিজের আক্রমণাত্মক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক।
বুধবার ভোরে নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্ট ছিল, যেগুলো নিয়ে আমি এখন অনুতপ্ত। এগুলো কিছুটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল।”
তবে ঠিক কোন মন্তব্যগুলোর জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন, তা স্পষ্ট করেননি মাস্ক। গত মাসে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি থেকে পদত্যাগ করার পর এটি তার প্রথম ট্রাম্পের প্রতি সহ অবস্থান প্রকাশ।
এর আগে ট্রাম্পকে নিয়ে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন মাস্ক, যার মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল—জেফ্রি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক রয়েছে বলে তথ্যপ্রমাণ ছাড়া দেওয়া একটি অভিযোগ। মাস্ক বলেছিলেন, এপস্টেইনের ফাইল প্রকাশ না করার পেছনে প্রকৃত কারণ হলো ট্রাম্পের সংশ্লিষ্টতা গোপন রাখা।
মাস্ক আগে ট্রাম্পের পুনঃনির্বাচনী প্রচারে এবং প্রেসিডেন্সির শুরুর দিকে শক্তিশালী সমর্থক ছিলেন। তবে গত সপ্তাহে তিনি ট্রাম্পের “One Big, Beautiful Bill” নামের একটি বিশাল কর ছাড় এবং ব্যয় বৃদ্ধির বিলকে “ঘৃণ্য বিকৃতি” বলে অভিহিত করে প্রকাশ্যে বিরোধিতা করেন। এর পর থেকেই দু’জনের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ শুরু হয়।
টেসলা ও স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সরকারি চুক্তি ও ভর্তুকি পাওয়া মাস্ক আরও দাবি করেন, ট্রাম্প তাকে ছাড়া নির্বাচিতই হতে পারতেন না এবং তার ইমপিচমেন্ট (অভিশংসন) সমর্থন করেন বলেও জানান।
এদিকে গত শনিবার এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
“আমি ধরেই নিচ্ছি, মাস্কের সঙ্গে আমার সম্পর্ক শেষ। সেই সম্পর্ক আবার গড়ার কোনও আগ্রহও আমার নেই।”
তিনি আরও বলেন, “যদি মাস্ক রিপাবলিকানদের বিরুদ্ধে প্রার্থী তুলে ধরে, তবে তাকে এর জন্য ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।”
এত বাকযুদ্ধের পর মাস্কের হঠাৎ এই নরম সুর ঠিক কি কারণে তা এখনো লোকের সামনে আসেনি।
সূত্র - https://www.aljazeera.com/economy/2025/6/11/elon-musk-says-he-regrets-social-media-attacks-on-trump
সানজানা