ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাজ্যে পড়াশোনা বা চাকরি করতে চান? কীভাবে ভিসার জন্য আবেদন করবেন?

প্রকাশিত: ১২:৫৬, ২৫ মে ২০২৫

যুক্তরাজ্যে পড়াশোনা বা চাকরি করতে চান? কীভাবে ভিসার জন্য আবেদন করবেন?

ছবিঃ সংগৃহীত

আপনি যদি যুক্তরাজ্যে পড়াশোনা করতে চান, তাহলে কোন ভিসা লাগবে তা নির্ভর করে আপনি কী ধরনের কোর্স করছেন, সেটা কতদিনের এবং কোথায় হচ্ছে।

স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা
আপনি যদি ছয় মাসের কম সময়ের কোনো ছোটখাটো কোর্স করতে চান, তাহলে এই ভিসাই যথেষ্ট। এটা স্বল্পমেয়াদি কোর্স বা ট্রেনিংয়ের জন্য।

শর্ট-টার্ম স্টাডি ভিসা
যদি আপনি ইংরেজি শেখার জন্য যুক্তরাজ্যে যেতে চান, আর সেই কোর্স ছয় মাসের বেশি ও সর্বোচ্চ ১১ মাসের হয়—তাহলে এই ভিসার জন্য আবেদন করতে হবে।

চাইল্ড স্টুডেন্ট ভিসা
৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা যদি যুক্তরাজ্যের কোনো স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) স্কুলে পড়তে চায়, তাহলে এই ভিসার দরকার হবে। আপনি যদি ১৬ বা তার বেশি বয়সী হন, তাহলে এই ভিসা নিয়ে সীমিত পরিমাণে কাজ করার সুযোগও থাকে।

ওয়ার্ক ভিসা
আপনি যদি যুক্তরাজ্যে কাজ করতে চান, সেটা অল্প সময়ের হোক বা দীর্ঘ সময়ের, তাহলে আপনার জন্য রয়েছে বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসা।
এই ভিসা কোনটি আপনার জন্য ঠিক হবে, তা নির্ভর করে:

  • আপনার শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা,
  • আপনি চাকরির অফার পেয়েছেন কিনা বা কোনো স্পনসর আছে কিনা,
  • আপনি পরিবার নিয়ে যাচ্ছেন কিনা,
  • আপনি কোন ধরনের কাজ করবেন—যেমন খেলাধুলা, সমাজসেবা বা ধর্মীয় কাজ।

সুতরাং, যুক্তরাজ্যে পড়াশোনা বা কাজের স্বপ্ন দেখলে, আপনার পরিকল্পনা ও উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসাটি বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে আপনার যাত্রাটা হবে সহজ, নিরাপদ আর স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে।

মারিয়া

×