ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় আইডিএফের স্থায়ী সেনাবাহিনীর সব ইউনিট মোতায়েন

প্রকাশিত: ১২:৩৫, ২৫ মে ২০২৫

গাজায় আইডিএফের স্থায়ী সেনাবাহিনীর সব ইউনিট মোতায়েন

ছবি: সংগৃহীত।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে যে, তাদের স্থায়ী সেনাবাহিনীর সব পদাতিক ও সাঁজোয়া ব্রিগেড বর্তমানে গাজা উপত্যকায় মোতায়েন রয়েছে। হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গোলানি, প্যারাট্রুপারস, গিভাতি, কমান্ডো, কফির, নাহাল, ৭ম, ১৮৮তম ও ৪০১তম ব্রিগেডসহ বেশ কয়েকটি রিজার্ভ ইউনিটও গাজায় অবস্থান করছে।

এর আগে আইডিএফ জানিয়েছিল যে, গাজায় তাদের পাঁচটি ডিভিশন মোতায়েন রয়েছে, যা কয়েক দশমিক হাজার সেনার সমান।

ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না হামাস জিম্মি বিনিময় চুক্তিতে সম্মত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরালো করা হবে।

সূত্র: https://rb.gy/5cv95y

মিরাজ খান

×