ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ মে ২০২৫

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামী তিন মৌসুমের জন্য ক্লাবের প্রধান কোচ হচ্ছেন জাবি আলোনসো। তিনি ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্বে থাকবেন।

বায়ার লেভারকুসেনে দুর্দান্ত সফলতার পর রিয়ালে ফিরছেন আলোনসো। তার কোচিংয়ে লেভারকুসেন অপরাজিত থেকে বুন্দেসলিগা, ডিএফবি-পোকাল এবং সুপারকাপ জয় করে। আধুনিক ফুটবলের কৌশল ও পজিশনভিত্তিক রক্ষণাত্মক স্টাইলে আলোনসো ইতিমধ্যেই প্রশংসিত।

এর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে কোচিং ক্যারিয়ার শুরু করা এই স্প্যানিশ কিংবদন্তি খেলোয়াড় খেলোয়াড় হিসেবে পাঁচ মৌসুম রিয়ালে কাটিয়েছেন এবং স্পেনের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ ও দুটি ইউরো।

নতুন অধ্যায়ে আলোনসোকে স্বাগত জানাতে ২৬ মে রিয়াল মাদ্রিদ সিটিতে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন।

এএইচএ

×