
ছবি: সংগৃহীত
জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থী সাহায্য সংস্থা (UNRWA)-র প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েলের গাজার জন্য প্রস্তাবিত সাহায্য বিতরণ পরিকল্পনা মানবিক নীতিমালা ও বাস্তবতার সঙ্গে মিলছে না এবং এটি কার্যকর হবে না।
তিনি বলেন, যে কোনো মানবিক সংস্থা যদি সত্যিকারের মানবিক নীতিমালা মেনে চলে, তাহলে এমন পরিকল্পনায় কাজ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, এই পরিকল্পনা মানবিক কারণে নয়, বরং সামরিক উদ্দেশ্য পূরণে তৈরি হয়েছে বলে মনে হয়।
ইসরায়েল মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (GHF) মাধ্যমে নতুন সাহায্য বিতরণের মডেল চালু করতে চায়। কিন্তু জাতিসংঘ এই মডেলকে পক্ষপাতদুষ্ট ও নিরপেক্ষ নয় বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, এতে গাজার জনগণ আরও বেশি করে জোরপূর্বক স্থানান্তরের শিকার হতে পারে।
গত তিন মাস ধরে গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপের ফলে সাম্প্রতিক সপ্তাহে খুব সীমিত সাহায্যই গাজায় প্রবেশ করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) মতে, গাজার প্রায় পুরো জনগণই এখন তীব্র ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।
এসএফ