ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আস্ট্রেলিয়ায় বন্যায় ৫ জনের মৃত্যু, আটকা হাজারো মানুষ

প্রকাশিত: ০২:২৩, ২৫ মে ২০২৫

আস্ট্রেলিয়ায় বন্যায় ৫ জনের মৃত্যু, আটকা হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

আস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে তৈরি হওয়া বিধ্বংসী বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫০,০০০ মানুষ দুর্গম হয়ে পড়েছে। আঘাতপ্রাপ্ত এলাকায় এখন পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

নতুন সাউথ ওয়েলস রাজ্যের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক; প্রায় ১০,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলি রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ৫২ জনকে উদ্ধার করেছে। তবে হাজার হাজার বাসিন্দা এখনো অনাথাশ্রমে অবস্থান করছেন।

সরকারি কর্মকর্তারা এবং উদ্ধারকারী দল একযোগে কাজ করছেন যাতে বন্যার কবলে পড়া মানুষের জন্য দ্রুত সহায়তা পৌঁছে দেয়া যায়। এ সময় প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, এই ক্ষয়ক্ষতির খবর শোনাটা অত্যন্ত দুঃখজনক।

বন্যার কারণে রেলপথ, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সিডনির বিমানবন্দরের দুই রানওয়ে এক পর্যায় বন্ধ ছিল, যা ফ্লাইট বিলম্বের কারণ হয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে, যা ভবিষ্যতে আরও বেশি বিধ্বংসী হতে পারে।

আস্ট্রেলিয়ার এই বন্যা দেশের অভিজ্ঞতা এবং প্রস্তুতির জন্য বড় একটি পরীক্ষা। দ্রুত পুনরুদ্ধার এবং প্রস্তুতির মাধ্যমে এমন দুর্যোগের মোকাবিলা করাই এখন চ্যালেঞ্জ।

এসএফ 

আরো পড়ুন  

×