
ছবিঃ সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গাজা উপত্যকায় দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি খাদ্যসংকটে ভুগছেন। অনাহারজনিত কারণে এখন পর্যন্ত অন্তত ২৯ জন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে, মৃত্যুবরণ করেছেন।
গাজার অন্যতম প্রধান কার্যকরী হাসপাতাল খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, অপুষ্টিতে ভোগা অসংখ্য শিশুর কারণে তারা চরম চাপের মুখে পড়েছে।
এছাড়া, মেডিকেল সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। লাগাতার বোমাবর্ষণের মধ্যে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়ছে।
সূত্র: আল জাজিরা
মুমু