ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাই শহীদরা দেশকে থামাননি, বরং নিজেদের উজাড় করে দিয়েছেন সম্ভাবনার মহাসড়কে:সিইও, জুলাই স্মৃতি ফাউন্ডেশন

প্রকাশিত: ১৪:০০, ২৩ মে ২০২৫; আপডেট: ১৪:৩৯, ২৩ মে ২০২৫

জুলাই শহীদরা দেশকে থামাননি, বরং নিজেদের উজাড় করে দিয়েছেন সম্ভাবনার মহাসড়কে:সিইও, জুলাই স্মৃতি ফাউন্ডেশন

জুলাই শহীদ ও আহত যোদ্ধারা দেশকে থামিয়ে দেননি, বরং প্রাণ, রক্ত, অঙ্গ ও দৃষ্টিসহ নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছেন,দেশকে তুলেছেন সম্ভাবনার মহাসড়কে। এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কামাল আকবর।

এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি বলেন, “জুলাই শহীদ এবং আহত যোদ্ধারা রাস্তা স্থবির করে দেশ থমায়নি বরং প্রাণ, রক্ত, অঙ্গ, দৃষ্টি সব উজাড় করে দেশকে সম্ভাবনার মহাসড়কে তুলেছেন।”

তিনি আরও বলেন, “এই মহাসড়ক গত যুগ ধরে নিষ্পেষিত অনেকের রাজনৈতিক স্বপ্ন পূরণের দ্বার খুলেছে।”

জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কামাল আকবর লেখেন, “জুলাই মহানায়কদের সম্মান প্রদর্শনে তাদের অবদান, অবজ্ঞা এবং অসম্মান আগামী নির্বাচনের পূর্বেই জাতির সামনে তুলে ধরা হবে।”

উল্লেখ্য, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল। 

আফরোজা

×