
ছবি: সংগৃহীত
দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের বুরকিন শহরের উপকণ্ঠে ইসরায়েলি বসতিদের হামলায় একাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই হামলায় বসতিরা একাধিক বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আগুনে দগ্ধ অন্তত আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর সুরক্ষায় সজ্জিত একদল বসতি স্থাপনকারী বুরকিন শহরের আল-বুক’আন এলাকায় হামলা চালায়। সেখানে তারা প্রায় পাঁচটি বসতবাড়ি ও পাঁচটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়, যেগুলো ওই এলাকার ফিলিস্তিনি বাসিন্দাদের মালিকানাধীন।
ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন পশ্চিম তীরে সহিংসতা দিন দিন বেড়েই চলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। স্থানীয়রা অভিযোগ করছে, ইসরায়েলি সেনারা শুধু বসতিদের সুরক্ষা দিয়েই থেমে থাকছে না, অনেক সময় হামলার সময় পাশে দাঁড়িয়েও থাকছে।
এখনও পর্যন্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ইসরায়েলি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএফ