ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান মিরাজ-২০০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

প্রকাশিত: ১৬:৫১, ১৬ মে ২০২৫

এবার ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান মিরাজ-২০০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তা নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি ভারতের মিরাজ-২০০০। বিমানটি ৬-৭ মে রাতে কাশ্মীরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয়।

 যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী, মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হলো চলমান উত্তেজনার মধ্যে।

বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ এই তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে যে আমাদের বিমান বাহিনী অত্যন্ত দক্ষ এবং মাতৃভূমির নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, এদিন প্রধানমন্ত্রী সামরিক পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করে তাদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

শেহবাজ শরিফ বলেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সংযম দেখিয়েছে, কিন্তু একই সঙ্গে কৌশলগতভাবে শক্ত প্রতিরোধও গড়ে তুলেছে। আমাদের সশস্ত্র বাহিনীর নিখুঁত প্রতিক্রিয়া শত্রুর সামরিক শক্তিকে বড় ধাক্কা দিয়েছে।

 

ফুয়াদ

×