
মস্কোতে নামার পর গার্ড অব অনার নেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক এবং মস্কোর রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে রাশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই জাঁকজমকপূর্ণ সফরে কিয়েভের যে আপত্তি আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা শির মস্কোতে নামার কিছুক্ষণ আগেও রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল। খবর আরটির।
চীন এখন বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি রুশ তেল ও গ্যাস কিনছে, তাদের এ বদান্যতা মস্কোকে তার ইউক্রেন অভিযান শুরুর পর পশ্চিমাদের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে সহায়তা করেছে। বৃহস্পতিবার শিকে বহন করা বিমানটি মস্কোর ভনুকভো বিমানবন্দরে নামে। এর কিছুক্ষণ আগেই রুশ কর্তৃপক্ষ জানায় তারা রাজধানী অভিমুখে আসা আরেকটি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করেছে। এ নিয়ে টানা তৃতীয় দিন ইউক্রেন মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালাল।