
ছবি সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সীমান্তে টানা গোলাগুলি, চেকপোস্ট ধ্বংস এবং পাল্টাপাল্টি অভিযোগের মাঝে গতকাল (২৯ এপ্রিল) দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে 'হটলাইনে' জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়।
ভারতের বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে (এলওসি) অপ্ররোচিত গুলিবর্ষণ না করতে পাক সেনাবাহিনীকে সতর্ক করেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রটি বলেছেন, “এলওসিতে পাকিস্তানের ‘অপ্ররোচিত লঙ্ঘন’ নিয়ে গতকাল ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকদের মধ্যে হটলাইনের মাধ্যমে কথা হয়েছে। ভারত পাকিস্তানকে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সতর্ক করেছে।”
সূত্র জানায়, গত ছয়দিন ধরে টানা গোলাগুলির ঘটনা ঘটে চলেছে কাশ্মির সীমান্তে। ভারত ও পাকিস্তান দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এবং সরকারি চ্যানেল পিটিভি জানায়, ২৯ থেকে ৩০ এপ্রিল রাতের মধ্যে কায়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনাদের অপ্ররোচিত গুলির জবাবে পাকিস্তান সেনারা পাল্টা হামলা চালায়। এতে ভারতীয় বাহিনীর একাধিক চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়।
পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ এবং এলওসি-তে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে।
আশিক