ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো হামাস

প্রকাশিত: ২৩:৩৯, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০৪, ১৬ এপ্রিল ২০২৫

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো হামাস

ছবি সংগৃহীত

ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল এই প্রস্তাবের শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের দাবি জানায়, তবে স্থায়ী যুদ্ধবিরতি বা গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো নিশ্চয়তা দেয়নি। হামাস এই প্রস্তাবকে ‘একতরফা ও অসম’ আখ্যা দিয়ে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, “ইসরায়েল আমাদের অস্ত্র ছাড়ার শর্ত দিয়েছে। কিন্তু তারা গাজা থেকে সেনা প্রত্যাহার বা স্থায়ীভাবে আগ্রাসন বন্ধের কোনো প্রতিশ্রুতি দেয়নি। দখলদার শক্তির এই পরিকল্পনা মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।”

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এই প্রস্তাবটি সম্প্রতি মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে পেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাতের পরপরই এই প্রস্তাব আসে আলোচনায়।

হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া কায়রোতে মিশরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে হামাসের এক জ্যেষ্ঠ নেতা বিবিসিকে জানান, “মিশরের মাধ্যমে প্রাপ্ত ইসরায়েলের প্রস্তাবটি ছিল অস্ত্র ছাড়ার ওপর কেন্দ্রীভূত। কিন্তু এটি কোনো শান্তির নিশ্চয়তা দেয়নি।”

এটি প্রথমবার, যখন ইসরায়েল সরাসরি অস্ত্র পরিত্যাগকে যুদ্ধবিরতির শর্ত করেছে—যা হামাসের জন্য একটি ‘রেডলাইন’ বা অগ্রহণযোগ্য সীমারেখা বলে মনে করছে গোষ্ঠীটি।

ফিলিস্তিনি কর্মকর্তা অভিযোগ করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে এবং হামলা চালিয়ে জিম্মিদের উদ্ধারের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, গাজায় এখনও ৫৯ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৪ জন জীবিত।

আশিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার