ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

আসাদের পতনের জন্য কি পুতিন দায়ী?

প্রকাশিত: ১৪:৪১, ৮ ডিসেম্বর ২০২৪

আসাদের পতনের জন্য কি পুতিন দায়ী?

বাশার আল-আসাদ

সিরিয়ার 'স্বৈরশাসক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে দাবি করেছেন বিদ্রোহীরা। সিরিয়ার সরকারের দুই সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতিতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে দামেস্ক ছেড়েছেন। 

এ খবরের পরই হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামক ইসলামিক সশস্ত্র গোষ্ঠী সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের শাসনের পতন ঘোষণা করেছে। মাত্র ১২ দিনের মধ্যে এই পতন ঘটেছে, যা আসাদ পরিবারের ৫৪ বছরের এবং বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনকালকে শেষ করে।

বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সিরিয়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেন, “সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র, আমাদের বন্ধু নয় এবং এখানে আমাদের কিছু করার নেই।” তবে, আসাদের পতনের পর ট্রাম্প আবারও টুইট করে দাবি করেছেন, আসাদ রাশিয়ার সমর্থন হারিয়ে পালিয়েছেন এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার পেছনে ভ্লাদিমির পুতিনের ভূমিকা রয়েছে।

ট্রাম্প বলেন, “আসাদের পতন হয়েছে, আর রাশিয়া—ভ্লাদিমির পুতিন আসাদকে রক্ষা করতে আগ্রহী নয়। এটাই তার পালানোর কারণ।”

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বর্তমান অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যদিও তিনি সিরিয়া ছেড়ে পালিয়েছেন, তবে তার অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এখন প্রশ্ন উঠছে, আসাদের পতন কি শুধুমাত্র দেশীয় বিদ্রোহীদের কারণে, নাকি তার পৃষ্ঠপোষক রাশিয়া তার প্রতি আগ্রহ হারানোর ফল? বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া থেকে আসাদের পৃষ্ঠপোষকতার সমর্থন কমে যাওয়াই তার পলায়নের পেছনে মূল কারণ হতে পারে।

আশিকুর রহমান

×