ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সম্পর্ক ভাঙতে মেয়েকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো, অতঃ পর প্রেমিক চালালো গুলি

প্রকাশিত: ২১:৪০, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৪০, ১১ নভেম্বর ২০২৪

সম্পর্ক ভাঙতে মেয়েকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো, অতঃ পর প্রেমিক চালালো গুলি

সংগৃহীত ছবি।

সম্পর্ক ভাঙতে মেয়েকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন বাবা। এ ঘটনা জানার পরই প্রেমিকার বাবাকে গুলি করে প্রেমিক। ভারতের হায়দারাবাদে রোববার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে।বলবিন্দার সিং (২৫) নামের ওই যুবক প্রেমিকার বাবা রেভান্থ আনন্দের (৫৭) সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর গুলি চালায়। গুলিটি তার চোখে আঘাত করে। 

পুলিশ জানিয়েছে, বলবিন্দারের সঙ্গে আনন্দের ২৩ বছর বয়সী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনা জানাজানির পর আনন্দ তার মেয়েকে বলবিন্দারের সঙ্গে দেখা না করার কথা জানায়। 

এছাড়া বলবিন্দারকেও এ বিষয়ে সতর্ক করেন আনন্দ। কিন্তু এতে কাজ না হলে তিনি তার মেয়েকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন। এ ঘটনা জানতে পেরে বলবিন্দার আনন্দের বাড়িতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর গুলি চালায়। 

গুলিতে আনন্দ গুরুতর আঘাত পেয়েছেন। বুলেটটি তার চোখে লেগেছে। ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার পরই পালিয়ে যায় বলবিন্দার। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনা তদন্তের জন্য পুলিশ একটি মামলা দায়ের করেছে। 

অন্যদিকে ভারতের অন্ধপ্রদেশের গুনতর জেলায় ৩৪ বছর বয়সী এক নারীর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কের জেরে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

রিয়াদ

×