ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

প্রেমিকার সঙ্গে ব্রেকআপ, মশা মারার তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা! 

প্রকাশিত: ২০:৩৭, ১০ নভেম্বর ২০২৪

প্রেমিকার সঙ্গে ব্রেকআপ, মশা মারার তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা! 

প্রেমিকার সঙ্গে ব্রেকআপ, মশা মারার তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা

প্রেমিকার সঙ্গে ব্রেকআপের হওয়াতে মশা মারার তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। 

সামাজিকমাধ্যমে লাইভে এসে ওই যুবক মশা মারার তেল খান। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় বেঁচে যান যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায়। বর্তমানে ওই যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই যুবক নারাইচের সতী নগরে একটি ভাড়া ঘরে থাকেন। তিনি মূলত আগ্রার বাইরের বাসিন্দা। তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি গত কয়েকদিন ধরে বিষণ্নতায় ডুবে ছিলেন। তা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। শুক্রবার রাতে ইনস্টাগ্রাম লাইভে এসে ওই যুবক মশা মারার তেল খেয়ে ফেলেন। 

ভিডিওতে দেখা গিয়েছে, ক্যামেরার সামনে বসে একটি কাপে মশা মারার তেল ঢেলে সেটি খাচ্ছেন। তাতে প্রথম চুমুক দেওয়ার পর তিনি অস্বস্তি বোধ করে। এভাবেই তিনবার চুমুক দিয়ে সব তেল খেয়ে ফেলেন।

সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই একজন পুলিশকে এ বিষয়ে জানান। এরপর পুলিশ শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ওই যুবকের ঘরে পৌঁছায়। অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এখন তিনি বিপদমুক্ত।

পুলিশ নিশ্চিত করেছে ওই যুবক মশা মারার তেল খেয়েছিলেন। ইতিমধ্যেই এ বিষয়ে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

তাসমিম

×