ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

পুরোহিতের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশিত: ০৩:৪২, ৫ নভেম্বর ২০২৪

পুরোহিতের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি

এবার ভারতের তারাপীঠে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন পুরোহিতের স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেইসঙ্গে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা যায়, বীরভূমের বাসিন্দা ওই পুরোহিত বছর খানেক আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে গ্রামের বাড়ি ছেড়ে কর্মস্থলের কাছেই থাকতেন এই দম্পতি। কিন্তু বিয়ের পর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুরোহিতের স্ত্রী। ঘটনাচক্রে অভিযুক্ত দুই যুবক তা জানতে পেরে যায়। যুগলের উপর নজরদারি শুরু করে। তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবিও তুলে রাখে। এরপর ওই ছবি পুরোহিতকে দেখানোর ভয় দেখিয়ে গত রবিবার রাতে পুরোহিতের স্ত্রীকে সুপ্রিয় রায় ও বর্ষণ পাল নামে দুই যুবক সংঘবদ্ধ ধর্ষণ করে।

এদিকে, নিজেদের নির্দোষ প্রমাণ করতে অভিযুক্তরা পুরোহিতের স্ত্রী ও তার প্রেমিকের ছবি পুরোহিতের মোবাইলে পাঠিয়ে দেয়। এরপরই নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। মহিলা পুলিশে লিখিত অভিযোগ জানাতেই সোমবার অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। গৃহবধুর প্রেমিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

উল্লেখ্য, আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। সুবিচারের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নারী নির্যাতনের ঘটনা তুলে দিচ্ছে বহু প্রশ্ন।

এম হাসান

×