ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

আরও ৩১ ফিলিস্তিনি নিহত 

গাজায় হত্যাযজ্ঞ বন্ধে লন্ডনে বিক্ষোভ

প্রকাশিত: ০০:০৪, ৫ নভেম্বর ২০২৪

গাজায় হত্যাযজ্ঞ বন্ধে লন্ডনে বিক্ষোভ

.

গাজায় ইসরাইলি বর্বরতা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও একই দাবিতে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এদিকে বিক্ষোভ হয়েছে তেল আবিবেও। জিম্মিদের মুক্ত করতে দ্রুত চুক্তির দাবি জানানো হয়। এ সময় নতুন নির্বাচন ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরাইলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩৪০ ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরার।
গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে সরব লন্ডনের বাসিন্দারা। আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে রবিবার লং মার্চে যোগ দেন দেশটির হাজার হাজার বাসিন্দা। দাবি ইসরাইলি গণহত্যা বন্ধে মার্কিন হস্তক্ষেপ। বিক্ষোভকারীরা এ সময় যুক্তরাষ্ট্রের প্রতি ইসরাইলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক কোনো দলকেই ভোট না দিতে মার্কিনিদের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একজন বিক্ষোভকারী বলেন, ৫ নভেম্বর লাল অথবা নীল ফ্যাসিবাদকে ভোট দেবেন না। ফিলিস্তিনের জনগণের জীবনের জন্য ভোট দিন। এই দুই প্রার্থী ছাড়াও আরও উপায় রয়েছে। একইদিন বিক্ষোভ হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও। 

লেবাননে ইসরাইলি হামলায় ১৮ জন নিহত ॥ লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ১৮ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় দেশটিতে প্রাণহানি পৌঁছেছে প্রায় তিন হাজারে। গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৮৬ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে।

×