ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

গাজায় দ্রুত যুদ্ধবিরতির তাগিদ তিন পরাশক্তির

প্রকাশিত: ২১:০৩, ১২ আগস্ট ২০২৪

গাজায় দ্রুত যুদ্ধবিরতির তাগিদ তিন পরাশক্তির

খান ইউনিস থেকে পালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য তাগিদ দিয়েছে পরমাণু শক্তিধর তিন পশ্চিমা দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। সোমবার তিন দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলোজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসি ও এএফপির।
এ সময় গাজায় যুদ্ধরিবতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন আল থানি, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্তে উপনিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে আরও হয়েছে- আর কালক্ষেপণ করবেন না, এমনিতেই অনেক রক্ত ঝরে গেছে। সব পক্ষকে নিয়ে দ্রুত স্থায়ী যুদ্ধরিবতির একটা উপায় বের করুন। এখনই গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত এবং হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির ব্যবস্থা করা দরকার। একইসঙ্গে গাজায় অনাহারি মানুষদের জন্য অবাধে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করতে দিন। এতে আরও বলা হয়, গাজার পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, এ যুদ্ধ ইসরাইল ও ফিলিস্তিন ছাড়িয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। 
গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত পৌনে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার ১ দশমিক ৮ শতাংশ। তাদের মধ্যে ৭৫ শতাংশের বয়স ৩০ বছরের নিচে। সোমবার আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ও চলমান গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার।

×