বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি
স্পেনের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১০টায় মাদ্রিদের লাভাপিয়েসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ইউনুছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক সাগর চৌকিদার।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজজ্জামান সুন্দর, কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, মাহবুবুর রহমান ঝন্টু, আব্দুল কাইয়ুম সেলিম, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মিল্টন ভূইয়া কচি, গ্রেটার সিলেটের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি তামিন চৌধুরী, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সিনিয়র সহ-সভাপতি আল আমিন শেখ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান রাজু।
বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক আহ্বায়ক হেমায়েত খান, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি সাইমুন সর্দার, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ প্রমুখ।
মাদ্রিদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠানে দুই বছর মেয়াদি এই কমিটিতে আক্তারুজ্জামানকে সভাপতি, হেদায়েত হোসাইন আকাশকে সাধারণ সম্পাদক এবং মাসুম শেখকে সংগঠন সম্পাদক করে ৫৫ সদস্যবিশিষ্ট কমিটির পরিচয় করিয়ে দেওয়া হয়।
এম হাসান