ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

টেলিভিশন ভাষণে নাসরাল্লাহ

ইসরাইলে শক্তিশালী হামলা চালাবে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ৭ আগস্ট ২০২৪

ইসরাইলে শক্তিশালী হামলা চালাবে হিজবুল্লাহ

সাইয়েদ হাসান নাসরাল্লাহ

গত সপ্তাহে হিজবুল্লাহর সামরিক কমান্ডারকে হত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ বলেছেন, পরিণতি যাইহোক না কেন হিজবুল্লাহ একা বা তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে  মিলে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিক্রিয়া দেখাবে। হিজবুল্লাহ প্রতিক্রিয়া জানাতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন নাসরাল্লাহ।  তবে এই প্রতিক্রিয়া কবে জানানো হবে তা স্পষ্ট করেননি তিনি। খবর আলজাজিরার।
নাসরাল্লাহ আরও বলেন, হিজবুল্লাহকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখার সব আন্তর্জাতিক প্রচেষ্টা বৃথা। বৈরুতে হিজবুল্লাহ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার এক সপ্তাহ উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নাসরাল্লাহ বলেন, পরিণাম যাই হোক না কেন প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি হামলাগুলোর জবাব না দিয়ে থাকবে না।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে জড়ো হওয়া হিজবুল্লাহর সদস্য ও সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, আল্লাহ চান তো আমাদের প্রতিক্রিয়া শক্তিশালী, কার্যকর এবং প্রভাবশালী হবে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শুকরের হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহর প্রতিশ্রুতি এবং গত সপ্তাহে তেহরানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধানকে হত্যার ঘটনায় ইরানের ক্ষোভ মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।

হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরাইলকে দোষারোপ করেছে ইরান। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে শব্দের চেয়ে দ্রুত গতির বোমা দিয়ে হামলা করেছে ইসরাইলি যুদ্ধবিমান।
খুব নিচু দিয়ে উড়ে গিয়ে ওই হামলা করে ইসরাইল। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরাইলকে হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বুধবার ইসরাইলের জঙ্গিবিমান গিয়ে বৈরুতে হামলা চালায়। ইসরাইলের হামলার আগে মঙ্গলবার হিজবুল্লাহও ইসরাইলের উত্তরাঞ্চলে দফায় দফায় ড্রোন ও রকেট হামলা চালায়। গত সপ্তাহে লেবাননে হিজবুল্লার ঘাঁটিতে ইসরাইলের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনার জবাবে সোমবার ও মঙ্গলবার হিজবুল্লাহ ওই হামলা চালায়। তবে এমন হামলা আরও চলবে বলেও ইসরাইলকে সতর্ক করেছে হিজবুল্লাহ।
ইসরাইলের উত্তরাঞ্চলের একটি বন্দর নগরীর কাছে দুটো সামরিক স্থাপনায় সামরিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। আরেকটি জায়গাতেও ইসরাইলি সামরিক যানে তারা হামলা করেছে বলে জানিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীও বলেছে, লেবানন থেকে আসা হামলাকারী একাধিক ড্রোন তারা শনাক্ত করেছে এবং একটিকে বাধা দিয়েছে।
ইসরাইলের চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, নাহারিয়া উপকূলীয় নগরীর দক্ষিণের হাসপাতালে নেওয়া হয়েছে ৭ জনকে। একজনের অবস্থা গুরুতর। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাইস আল জাবাল শহরের কাছে ইসরাইলের হামলায় দুইজন নিহত হয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল।

×