ভারতের হরিয়ানার আম্বালায় ট্রাক ও মিনিবাসের সংঘর্ষ।
ভারতের হরিয়ানার আম্বালায় ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে সাতজন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গতকাল বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহত সাতজন একই পরিবারের সদস্য। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে চিকিৎসক কৌশল কুমার বলেছেন, আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে এক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মিনিবাসে করে বৈষ্ণোদেবী মন্দির যাচ্ছিলেন ভক্তরা। সেই সময় একটি ট্রাকের সঙ্গে তাঁদের মিনিবাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় মিনিবাসের যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার পরই পালিয়ে যান বাসচালক।
বারাত