ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের মতো মিয়ানমার সীমান্তেও ভারতের কড়া অবস্থান, বেড়া স্থাপনের ঘোষণা

প্রকাশিত: ১৮:০৭, ২০ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৮:০৮, ২০ জানুয়ারি ২০২৪

বাংলাদেশের মতো মিয়ানমার সীমান্তেও ভারতের কড়া অবস্থান, বেড়া স্থাপনের ঘোষণা

সীমান্তে বেড়া স্থাপনের ঘোষণা দিয়েছেনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মিয়ানমার থেকে ভারতে অবাধ যাতায়াত বন্ধ করতে সীমান্তে বেড়া স্থাপনের ঘোষণা দিয়েছেনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সেনাবাহিনীর অনেক সেনা পালিয়ে ভারতে চলে আসছেন। আর সেনারা কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পারার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটি। এ কারণে সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) আসাম পুলিশ কমান্ডোদের প্যারেড অনুষ্ঠানে এ কথা জানান অমিত শাহ। তিনি বলেন, ‘বাংলাদেশ সীমান্তের মতো মিয়ানমার সীমান্তও সুরক্ষিত করা হবে।’

গত তিন মাসে পালিয়ে ভারতে চলে এসেছেন মিয়ানমারের জান্তা বাহিনীর প্রায় ৬০০ সেনা। তারা মিজোরামের লোয়াংলাই বিভাগে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ঘাঁটি দখল করে নিলে জীবন বাঁচাতে এসব সেনা ভারতে চলে আসেন।

সীমান্তে বর্তমানে কোনো বেড়া না থাকায় ভারতের মানুষ মিয়ানমারে; অপরদিকে মিয়ানমারের মানুষ ভারতে অবাধে প্রবেশ করে থাকেন। বেড়া স্থাপন সম্পন্ন হয়ে গেলে এই সুযোগ বন্ধ হয়ে যাবে। তখন সীমান্তে বসবাসকারী মানুষদের ভিসার প্রয়োজন হবে।

মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষের অবাধ চলাচলের জন্য ১৯৭০ সালে ভারত ফ্রি মুভমেন্ট রিজিম (এফএমআর) তৈরি করে। কারণ দুই দেশের সীমান্তে বসবাসরত মানুষের পরিবারের সদস্যরা দুই দেশ মিলিয়েই থাকেন।

সূত্র: এনডিটিভি

 

এবি

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার