ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

কাজ হারানোর হুমকি, ডিজে তরুণীকে ধর্ষণ

প্রকাশিত: ২১:১৫, ২ ডিসেম্বর ২০২৩

কাজ হারানোর হুমকি, ডিজে তরুণীকে ধর্ষণ

ডিজে গানের পার্টি। প্রতীকী ছবি

ডিজে পেশার সাথে সম্পৃক্ত একজন তরুণীকে বারবার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। অভিযুক্ত ব্যক্তিও ডিজে পেশার সাথে সংযুক্ত। তরুণীর অভিযোগের পর শুক্রবার (১ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রা থানায় দায়ের করা অভিযোগে ভিকটিম জানিয়েছেন, ২০১৯ সাল থেকে একাধিকবার তাকে ধর্ষণ করেছে ওই যুবক। ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্তের সঙ্গে দেখা হয় তার। ২০১৯ সালের জুলাইয়ে বান্দ্রায় তার বাড়িতে তাকে যৌন হয়রানি করা হয়। এরপর তাকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত। 

তরুণী আরো উল্লেখ করেন, শারীরিক সম্পর্কে অস্বীকৃতি জানালে তাকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন অভিযুক্ত ওই যুবক। এমনকি তার কিছু অন্তরঙ্গ ছবির মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করা হতো। ২০২০ সালে অন্য একজন নারীকে বিয়ে করার পরও তাকে যৌনতাপূর্ণ মেসেজ পাঠাতেন ওই যুবক এবং শারীরিক সম্পর্ক করতে চাইতেন। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার অভিযুক্তর বিরুদ্ধে তদন্ত চলছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×