ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

পা ফুলেছে কাঁপছে হাত, কী হয়েছে ট্রাম্পের

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ জুলাই ২০২৫

পা ফুলেছে কাঁপছে হাত, কী হয়েছে ট্রাম্পের

ছবি: সংগৃহীত

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠানে তাকে কখনো হেঁটে ঘুরে দাঁড়াতে দেখা গেছে, কখনো আবার ডান হাতে কালশিটে দাগ নজরে পড়েছে, যা গণমাধ্যমের ক্যামেরা এড়াতে পারেনি। এতদিন বিষয়টি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গোপন রাখা হলেও এবার হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে জানাল, ট্রাম্প ভুগছেন ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামক একটি রোগে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লিভি জানান, হৃদরোগ প্রতিরোধে ট্রাম্প নিয়মিত অ্যাসপিরিন সেবন করছেন। আর এই ওষুধের প্রভাবে হাতে অনবরত কাপনি দেখা যাচ্ছে এবং টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো তার স্বাস্থ্য পরীক্ষার পূর্ণ রিপোর্ট প্রকাশ করা হয়নি। মুখপাত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।

৭৯ বছর বয়সী ট্রাম্পের পায়ে ফোলা ভাব নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইউনিভার্সিটি অফ টেক্সাসের চিকিৎসক এবং সহকারী অধ্যাপক মারিল লোগান। তার মতে, পায়ের শিরাগুলো যখন হৃদপিণ্ডে রক্ত পাম্পে ব্যর্থ হয়, তখন রক্ত জমাট বাঁধে এবং ফুলে যায়। এতে ধমনী সংকীর্ণ হয়ে পড়ে এবং হৃদপিণ্ডের পরিবর্তে উল্টো রক্ত নিচের দিকে, অর্থাৎ পায়ের দিকে প্রবাহিত হয়।

হোয়াইট হাউজের চিকিৎসক সন বার্বাবেলা বিবিসিকে বলেন, বয়সের কারণেই মূলত ট্রাম্প এই রোগে আক্রান্ত হয়েছেন। ৭০ বছর পার হলে এমন রোগকে অনেক ক্ষেত্রেই স্বাভাবিক ধরা হয়।

আরেক বিশেষজ্ঞ, চিকিৎসক ম্যাথিউ এডোয়ার্ডস জানিয়েছেন, ট্রাম্পের বয়সী ব্যক্তিদের মধ্যে ১০ থেকে ৩৫ শতাংশ মানুষ এই রোগে ভোগেন।

উল্লেখ্য, জো বাইডেনের শারীরিক এবং মানসিক দুর্বলতা নিয়ে প্রায়শই প্রকাশ্যে কটাক্ষ করতে দেখা গেছে ট্রাম্পকে। এমনকি বাইডেন তার অসুস্থতা লুকিয়ে রেখেছেন বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। অথচ এবার নিজের শারীরিক অবস্থান নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন এই রিপাবলিকান নেতা।

শেখ ফরিদ 

×