ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য নতুন শর্ত

প্রকাশিত: ০৯:৩৯, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৫৮, ১৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য নতুন শর্ত

যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য নতুন শর্ত

এখন থেকে যুক্তরাষ্ট্রে অ-অভিবাসী ভিসায় প্রবেশের সময় ২৫০ ডলার ফি দিতে হতে পারে। আইন সংস্থা এনভয় গ্লোবাল-এর মতে, প্রেসিডেন্ট ট্রাম্প যে ‘বিগ, বিউটিফুল’ ব্যয় বিলটি স্বাক্ষর করেছেন, তাতে এই নতুন শর্ত অন্তর্ভুক্ত হয়েছে এবং এটি শুধুমাত্র সেই দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অ-অভিবাসী ভিসা প্রয়োজন। 

এই ‘ভিসা ইনটেগ্রিটি বা সততা ফি’ কবে থেকে আদায় শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

আইন অনুযায়ী, ২০২৬ সাল থেকে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে এই ফি বাড়তেও পারে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এই ফি’র চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করবেন। যদি কোনো ভিসাধারী ভিসার শর্ত মেনে চলেন, তবে এই ফি ফেরত পাওয়ার সুযোগ থাকবে। তবে যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অনুমোদন দেওয়া হবে না, তারা এই ফি দিতে হবে না।

তবে আইন বলছে, এই ফি আদায় অবশ্যই করতে হবে, তা মওকুফ করা যাবে না এবং এটি ভ্রমণকারীর আগমন ও প্রস্থানের রেকর্ড ‘ফর্ম আই-৯৪ ফি’-এর অতিরিক্ত হিসেবে দিতে হবে।

‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ ফর্ম আই-৯৪-এর ফিও ৬ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলারে উন্নীত করেছে। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসহ নানা আন্তর্জাতিক বড় ইভেন্টের আগে এই নতুন ফি ভ্রমণ পরিকল্পনায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

৩ জুলাই এক বিবৃতিতে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও জিওফ ফ্রিম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভ্রমণ অবকাঠামো ও নিরাপত্তা উন্নয়নের জন্য এই আইন একটি বড় পদক্ষেপ। বিমান চলাচল ও কাস্টমস-ইমিগ্রেশনে বোল্ড বিনিয়োগ ভ্রমণকারীদের অভিজ্ঞতায় বাস্তব পরিবর্তন আনবে।’

তিনি আরও বলেন, 'ভ্রমণ ব্যবস্থায় এসব চতুর বিনিয়োগের বিপরীতে বিদেশি পর্যটকদের ওপর অতিরিক্ত ফি আর ‘ব্র্যান্ড ইউএসএ’তে কাটছাঁট—এগুলো মেনে নেওয়া কঠিন। যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত করতে এবং আসন্ন বিশ্বকাপ ও অলিম্পিককে কাজে লাগাতে হলে আরও স্মার্ট নীতিমালা ও আইন পরিবর্তনের প্রয়োজন।'

তাসমিম

আরো পড়ুন  

×