ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মিশিগানে প্রদর্শিত হচ্ছে ’সুড়ঙ্গ’ 

যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকে 

প্রকাশিত: ১৪:১৯, ১৯ আগস্ট ২০২৩; আপডেট: ১৮:০৩, ১৯ আগস্ট ২০২৩

মিশিগানে প্রদর্শিত হচ্ছে ’সুড়ঙ্গ’ 

সুড়ঙ্গ সিনেমার দৃশ্য

শুধু প্রেম নয়, অতঃপর বিশ্বাস ঘাতকতা আর তা থেকেই চরম প্রতিশোধ নেয়ার এক ইচ্ছে শক্তির অভিপ্রায় ফুটিয়ে তোলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে রবিবার (২০ আগস্ট) বাঙালি প্রবাসীদের জন্য প্রদর্শিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বাংলা সিনেমা 'সুড়ঙ্গ'।  

চৌকস পরিচালক রায়হান রাফি এবং আলফা-আই ও চরকি প্রযোজিত, দর্শক চাহিদার এই চলচ্চিত্রটি এক নজর দেখার জন্য প্রচুর বাংলাদেশী প্রবাসী নারী পুরুষের সমাগম ঘটবে বলে আয়োজকদের আশাবাদ | ছবিতে অভিনয় করছেন, এ প্রজন্মের ভালবাসার প্রতীক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। 

আরও পরুন:যে কারণে ক্যামেরায় দেখা যাচ্ছে না ইন্দ্রাণী হালদারকে

তার পাশে নায়িকা হিসেবে রয়েছেন উদীয়মান অভিনেত্রী তমা মির্জা। সেই সঙ্গে অভিনয় করেছেন অভিনয় জগতের অন্যতম পুরোধা শহিদুজ্জামান সেলিম | রয়েছেন আরো বেশ কয়েক শক্তিশালী অভিনেতা।

“সুড়ঙ্গ” ছবিটি মূলত এক ব্যতিক্রমী বড় পর্দার ছায়া ছবি |এই ছবি দেখার মধ্য দিয়ে আপনি আপনার হৃদয়কে একটু হলেও প্রশান্তির দোলায় আনন্দে মাতিয়ে তুলতে পারবেন। 

এদিকে এই ছবিটির ব্যাপক প্রচার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম রাজ্য সিটি নিউইয়র্কের টাইম স্কয়ারের বিল বোর্ডের মধ্য দিয়ে প্রথম ব্যতিক্রমী বাংলাদেশী ছায়া ছবি হিসেবে বিজ্ঞাপন প্রদর্শিত হওয়ায় তা দেখার জন্য অনেকেই এখন অপেক্ষা করছেন | যার আঁচ মিশিগানেও লেগেছে | 

কানাডার উইন্ডসর শহর সীমান্তবর্তী নিকটতম মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানের বায়োস্কোপ ফিল্ম ও ভিয়ের ইভেন্ট এর সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট রাজ্যের ট্রয় সিটির এম জে আর ট্রয় গ্র্যান্ড সিনেমা হলে ওই দুদিন বিকাল ৫ টা ৩০ মিনিটে দর্শক চাহিদার ‘সুড়ঙ্গ’ ছায়া ছবিটি প্রবাসী বাংলাদেশী শুধু নয়, ভারতের কলকাতার বাঙালিদের জন্যও প্রদর্শিত হচ্ছে । 

সংশ্লিষ্ট আয়োজকরা জনকণ্ঠকে জানিয়েছেন, তাদের প্রত্যাশা সুড়ঙ্গ ছবিটি দেখার জন্য মিশিগানে বসবাসরত বাংলাদেশি,কলকাতাবাসী এমনকি পাশ্ববর্তী কানাডা থেকেও অনেক বাঙালি এসে জড়ো হবেন এবং ছবিটি দেখে গল্পে গল্পে মাতিয়ে দর্শকরা বাড়ী ফিরতে পারবেন। যা হবে কর্মক্লান্ত প্রবাসীদের জন্য সাপ্তাহিক বন্ধের উক্ত দুদিন একটু হলেও প্রশান্তির ছোয়ার এক আনন্দ অনুভূতি প্রকাশের অনন্য দিন।

 “সুড়ঙ্গ” ছবিটি দেখতে হলে টিকেট সংগ্রহ করতে হবে মিশিগানের ওয়ারেন সিটি এলাকাস্থ আড্ডা কফি এবং রেস্টুরেন্ট থেকে। অথবা নিমোক্ত নাম্বারে সরাসরি কল করে : (586) 214-2236।

এসআর

আরো পড়ুন  

×