
অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।
‘শ্রীময়ী’ সিরিয়াল শেষ হওয়ার পর পরই বড় পর্দার কাজে মন দিয়েছিলেন ইন্দ্রাণী হালদার। ‘কুলের আচার’ ছবিতে তাকে দেখেছিল দর্শকরা। তারপর বেশ কয়েক মাস কেটে গেছে। মাঝে একটি প্রথম সারির চ্যানেলে সঞ্চালনা করার কথা ছিল তার। সেখানেও অন্য মুখ। তখন থেকেই দর্শকের মনে প্রশ্ন, কেনো দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে।
ইন্ডাস্ট্রিতে তাকে অবশ্য 'মামণিদি' বলেই চেনেন অনেকে। টলিপাড়ার কোনো অনুষ্ঠানেই দেখা নেই তার। ফলে ইন্দ্রাণীর অনুরাগীরা কিছুটা চিন্তিতই হয়ে পড়েছিলেন। অন্যান্য অভিনেতাদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তিনি তেমনভাবে সক্রিয়ও নন। ফলে সেইভাবে তার বিষয়ে জানাও সম্ভব হয়নি।
আরও পরুন:টিকটক নিষিদ্ধ করলো নিউইয়র্ক
সম্প্রতি ‘আর্টিস্ট ফোরাম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে জড়ো হয়েছিলেন ইন্ডাস্ট্রির প্রায় সবাই। প্রবীণ থেকে নবীন- বহু অভিনেতাই এসেছিলেন। কিন্তু সেখানেও দেখা যায়নি ইন্দ্রাণীকে। তাহলে কোথায় গেলেন তিনি?
তিনি অবশ্য এখন রাজস্থানে আছেন। ঘুরতে নয়, কাজের জন্যই রাজ্যের বাইরে রয়েছেন। ইন্দ্রাণী বলেন, ‘সব সময় তো সব গল্প পছন্দ হয় না। আমার কাছে বেশ কিছু নতুন গল্প এসেছে, পড়ছি। সিনেমার কাজ এই মুহূর্তে করব না। সিরিয়ালেরই বেশ কিছু গল্প নিয়ে আলোচনা চলছে। যদি কোনোটা পছন্দ হয়ে যায়, অবশ্যই হ্যাঁ করে দেব।’
‘কুলের আচার’ ছবির মাধ্যমে অনেক দিন পরে ফের বড় পর্দায় তাকে দেখেছিলেন দর্শক। এক সময় চুটিয়ে অভিনয় করেছেন। ইদানীং অবশ্য কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন ইন্দ্রাণী। তার অভিনীত ‘শ্রীময়ী’ সিরিয়ালটি নিয়ে এখনও আলোচনা হয়। শ্রীময়ী এবং জুন আন্টি জুটিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।
এম হাসান