অভিবাসনপ্রত্যাশী।
ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেঁচে যাওয়া চার অভিবাসনপ্রত্যাশী বুধবার (৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, নৌকায় তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে তারা যাত্রা করেছিলেন। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে তিন জন পুরুষ এবং একজন নারী। উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক।
নৌকাটি প্রায় ২০ ফুট লম্বা ছিল। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু তীব্র ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। মাত্র ১৫ জন জীবনরক্ষাকারী সরঞ্জাম পরেছিলেন। ওই নৌকায় তিন শিশু ছিল। তারাও মারা গেছে।
তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের কাছে এটি জনপ্রিয় প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ পর্যন্ত ১ হাজার ৮০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।
সূত্র: বিবিসি।
এম হাসান