ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

তিনুবুর শপথ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৯ মে ২০২৩

তিনুবুর শপথ

বোলা তিনুবু

নাইজিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিলেন বোলা তিনুবু। তিনি মুহাম্মদু বুহারির স্থলাভিষিক্ত হন। গত ফেব্রুয়ারি মাসে নাইজিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হয়। বিতর্কিত এই নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের প্রার্থী তিনুবু ৩৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। ১৯৯৯ সালের পর সবচেয়ে কমসংখ্যক ভোটে তিনি জয়ী হয়েছেন। তিনুবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আতিকু আবুবকর ২৯ শতাংশ ভোট পান। আর লেবার পার্টির পিটার ওবি পান ২৫ শতাংশ ভোট। -বিবিসি

×