ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৌদিতে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা

প্রকাশিত: ১১:০১, ২৩ মে ২০২৩; আপডেট: ১১:৩৫, ২৩ মে ২০২৩

সৌদিতে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা

আলিরেজা এনায়াতি

সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন ইরানের বিশিষ্ট কূটনীতিক আলিরেজা এনায়াতি। গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি সই হয়। 

চুক্তি অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দু`দেশ রাষ্ট্রদূত নিয়োগ করবে এমন শর্ত দেয়া হয়েছিল।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান সোমবার জানিয়েছে, তেহরান এবং রিয়াদের মধ্যে এমন ঐতিহাসিক চুক্তি সইয়ের মাধ্যমে দুই দেশের মধ্যে গত সাত বছরের রাজনৈতিক বিভেদের পরিসমাপ্তি হয়।

বার্তা সংস্থা মিজানের বরাতে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, আলিরেজা এনায়াতি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং মন্ত্রণালয়ে আরব উপসাগরীয়বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি কুয়েতে ইরানি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: আরব নিউজ

 এসআর

×