ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

রাঁধুনি রোবট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২৩

রাঁধুনি রোবট

রোবট

রেস্তোরাঁ মালিকের কথায়, এই রাঁধুনিকে শুধুমাত্র যন্ত্রচালিত কুকার ভাবলে ভুল হবে। এটি আদতে কৃত্রিম মেধাযুক্ত একটি রোবট। নাম গামাশেফ।মন চাইছে হাল্কা স্বাদের জুুকিনি পাস্তা বা মসলায় ভরপুর তুলতুলে ভেড়ার মাংস? রেস্তোরাঁয় বসে অর্ডার করলে মিনিট পনেরোর মধ্যেই তা চলে আসছে আপনার টেবিলে। যেমন তার স্বাদ, তেমনই সুঘ্রাণ। তবে সেই সুস্বাদু রান্নার কারিগর কিন্তু কোনো মানুষ নন। কাটা-বাটা, খুন্তিনাড়া থেকে পাতে পরিবেশনের আগে পর্যন্ত- পুরোটাই তৈরি হচ্ছে রোবট চালিত কুকারে। -ইয়াহু নিউজ

×