
পুরস্কারজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি
কারাদণ্ডাদেশ নিয়ে অনশনে বসার দুইদিন পর জামিনে জেল থেকে ছাড়া পেলেন বহু আন্তর্জাতিক পুরস্কারজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। শুক্রবার তাকে সমর্থকদের জড়িয়ে ধরতে এবং গাড়িতে করে তেহরানের কুখ্যাত এভিন কারাগার এলাকা ছাড়তে দেখা গেছে। ৬২ বছর বয়স পানাহিকে গত বছরের জুলাইতে গ্রেপ্তার করা হয়েছিল।
কর্তৃপক্ষের সমালোচনা করা দুই চলচ্চিত্র নির্মাতার আটকাদেশের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। ওই মাসের শুরুতে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-ই আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী।
তার স্ত্রী তাহেরা সাঈদী বিবিসিকে বলেন, পানাহিকে দীর্ঘ সময় কারাগারে কাটাতে হবে বলে তাকে জানানো হয়েছিল। স্বামীর গ্রেপ্তারের ঘটনাকে ‘অপহরণ’ বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।-বিবিসি