ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

পুলিশ কর্মকর্তার গুলিতে আহত উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ২১:৫২, ২৯ জানুয়ারি ২০২৩

পুলিশ কর্মকর্তার গুলিতে আহত উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

উড়িষ্যার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নব কিশোর দাস। ছবি: সংগৃহীত। 

পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ভারতের উড়িষ্যার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ জানুয়ারি) রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে তাকে গুলি করেন গোপাল দাস নামের এক পুলিশ কর্মকর্তা।

গুলিতে মারাত্মক আহত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাপোলো হাসপাতাল এক বিবৃতিতে জানায়, মন্ত্রীকে আইসিওতে রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।

 

এমএম