ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেজস্ক্রিয় ক্যাপসুল

প্রকাশিত: ২১:২৪, ২৮ জানুয়ারি ২০২৩

তেজস্ক্রিয় ক্যাপসুল

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে জরুরি এক তল্লাশি কার্যক্রম চলছে

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে জরুরি এক তল্লাশি কার্যক্রম চলছে। তেজস্ক্রিয় উপাদানভর্তি একটি ক্যাপসুল হারানোর পর এই তল্লাশি শুরু হয়। 
ক্যাপসুলটিতে অতি অল্প পরিমাণে তেজস্ক্রিয় ক্যাসিয়াম-১৩৭ রয়েছে। কেউ এতে স্পর্শ করলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন।  নিউম্যান ও পার্থ শহরের মধ্যবর্তী মোটামুটি ১৪শ’ কিলোমিটার জায়গার কোথাও জানুয়ারির মাঝামাঝি সময়ে ক্যাপসুলটি হারিয়ে যায়।  এটি দেখলে দূরে থাকতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।  - বিবিসি 

×