ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধ্বংসস্তূপে জীবিত শিশু

প্রকাশিত: ০০:২২, ২৫ নভেম্বর ২০২২; আপডেট: ১৯:২৮, ২৫ নভেম্বর ২০২২

ধ্বংসস্তূপে জীবিত শিশু

.

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের দুইদিন পর বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। একটি তোশকের কারণে সিয়ানজুর শহরে ছেলেটি প্রাণে বেঁচে যায়। আজকা মাওলানা মালিক নামের শিশুটি দুই দিন ধরে আটকা পড়েছিল। মৃত দাদির পাশ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের দেওয়া এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দল শিশুটিকে নিরাপদে বের করে নিয়ে আসার পর তাকে শান্ত মনে হচ্ছিল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালের বাইরে স্থাপন করা তাঁবুতে আজকার হাত ধরে রেখেছিলেন তাঁর আত্মীয় সালমান আলফারিসি। -আলজাজিরা

 

 
×