ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তুরস্ক-মেক্সিকোতে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ২৩ নভেম্বর ২০২২

তুরস্ক-মেক্সিকোতে ভূমিকম্প

তুরস্কে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি ভবন

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে মেক্সিকোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসি ও আলজাজিরার।
তুরস্কের জরুরি দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৪টা ৮ মিনিটে ইস্তান্বুুল থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে দুসজে প্রদেশের গোলিয়েকা জেলায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। এতে প্রদেশটির কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূমিকম্পটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে ওই এলাকার যে আটটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে দুসজের আদালত ভবনও আছে। এএফএডি জানিয়েছে, তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কম্বল ও তাঁবু পাঠিয়েছে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মেক্সিকোতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

×