ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় ফুল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২২

সবচেয়ে বড় ফুল

‘র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি’ এটিকে পৃথিবীর সবচেয়ে বড় ফুল

‘র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি’ এটিকে পৃথিবীর সবচেয়ে বড় ফুল বলা হয়ে থাকে। এই ফুলের আয়ু থাকে অল্প কয়েকদিন। সম্প্রতি ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে এর দেখা মিলেছে। সবচেয়ে বড় ফুল হলেও এটি দেখতে ভয়ঙ্কর। এর গন্ধও খুব বাজে। এই ফুলের কাছে গেলে এমনই দুর্গন্ধ পাওয়া যায় যে, পেট থেকে সব বের হয়ে আসার উপক্রম হতে পারে। তাই এটিকে অনেকে মরার ফুলও বলে থাকেন। মাত্র কয়েক দিনের জন্যই ফুলটি ফোটে। আর ওই সময় কটু গন্ধে এর চারপাশ ভরে যায়। লাল রঙের এই ফুলের মোট পাঁচটি পাপড়ি। -সিনহুয়া

×