ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই সপ্তাহে ৪৪টি ফিলিস্তিনী বাড়ি ধ্বংস করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২২

দুই সপ্তাহে ৪৪টি ফিলিস্তিনী বাড়ি ধ্বংস করেছে ইসরাইল

ফলিস্তিনী বিক্ষোভকারীরা সোমবার গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার সদর দফতরের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিচ্ছে

গত দুই সপ্তাহে ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরে অন্তত ৪৪টি বাড়ি ধ্বংস করে ফেলেছে বলে জানিয়েছে জাতিসংঘ। পশ্চিম তীরে ফিলিস্তিনী ভূমি অবৈধভাবে দখলের যে নীতি অনুসরণ করে আসছে তার আওতায় এ সমস্ত বাড়ি ধ্বংস করে সেসব জায়গা দখল করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য নিউ আরবের।
ফিলিস্তিনের তথ্য কেন্দ্র একটি রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছে, যে ৪৪টি বাড়ি ধ্বংস করা হয়েছে তার মধ্যে ৩৫টি বাড়ি এরিয়া সি-১৯ এ অবস্থিত। এ সমস্ত বাড়ি ধ্বংস করার আগে কোন রকমের সতর্কবার্তা দেয়া হয়নি। এমনকি বাড়ি ভাঙ্গার বিরুদ্ধে বাড়ির মালিকদের কোন প্রতিবাদ করারও সুযোগ দেয়নি ইসরাইল।

×