ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

চীনে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৬

প্রকাশিত: ১৮:৩৫, ১৮ আগস্ট ২০২২; আপডেট: ১৮:৩৮, ১৮ আগস্ট ২০২২

চীনে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৬

চীনে বন্যা

চীনে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩৬ জন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশটির সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির খবরে বলা হয়েছে, কিংহাই প্রদেশের দাতং কাউন্টির একটি পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার ছয়টি গ্রামের ৬ হাজারের বেশি মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে। 

চলতি সপ্তাহের শুরুতে বন্যা পরিস্থিতি মোকাবিলা করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিয়াওনিং প্রদেশের কর্মকর্তাদের আহ্বান জানান প্রেসিডেন্ট শি জিনপিং।

এসআর