ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুইটার ব্যবহার করায় সৌদি তরুণীকে ৩৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১৫:৪০, ১৭ আগস্ট ২০২২

টুইটার ব্যবহার করায় সৌদি তরুণীকে ৩৪ বছরের কারাদণ্ড

৩৪ বছর বয়সী সালমা আল-শেহাব

টুইটার ব্যবহার করায় সালমা আল-শেহাব নামের এক তরুণীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের আদালত। সালমা যুক্তরাজ্যের লিডস ইউভার্সিটিতে অধ্যায়নরত। ৩৪ বছর বয়সি সালমা দুই সন্তানের মা। 

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অ্যাকাউন্ট থাকা, ভিন্নমতাবলম্বী ও অধিকারকর্মীদের টুইট অনুসরণ ও রিটুইট করার অভিযোগ এনে সোমবার এই তরুণীকে কারাদণ্ড দেয় দেশটি। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে সৌদি আরবে ছুটিতে যান।

জনসাধারণের মাঝে অস্থিরতা সৃষ্টি এবং নাগরিক ও জাতীয় নিরাপত্তাকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করার ‘অপরাধে’ তার তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। কিন্তু সোমবার দেশটির আপিল আদালত নতুন সাজা ঘোষণা করে তাকে ৩৪ বছরের কারাদণ্ড দেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএইচ

×