ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ

কাজইনফরম

প্রকাশিত: ২১:৫৯, ১৫ আগস্ট ২০২২

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ

কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ

কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছেশুক্রবার রাজধানী নূর-সুলতানের এ মসজিদটি দেশটির সাবেক রাষ্ট্রপতি সুলতান নাজারবায়েভের উপস্থিতিতে খুলে দেয়া হয়এটি বিশ্বের ১০টি বৃহত্তম মসজিদের মধ্যে একটি, যেটিতে ২ লাখ ৩৫ হাজার মানুষের একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ রয়েছেমসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃতমসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার।  -কাজইনফরম

×