ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিঠি বিনিময়

রয়টার্স

প্রকাশিত: ২১:৫৬, ১৫ আগস্ট ২০২২

চিঠি বিনিময়

ভ্লাাদিমির পুতিন ও কিম জং উন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন চিঠি বিনিময় করেছেনসোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছেচিঠিতে পুতিন বলেন, দুই দেশের স্বার্থেই ঘনিষ্ঠ সম্পর্ক প্রয়োজনএই সম্পর্ক কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করবেকিমও পুতিনকে চিঠি লিখেছেনএতে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর থেকে দুই দেশের মধ্যে কৌশলগত ও পরিকল্পিত সহযোগিতানতুন স্তরে পৌঁছেছে। -রয়টার্স

×