ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদির প্রতিশ্রুতি

২৫ বছরের মধ্যে উন্নত দেশ

খবর এনডিটিভির

প্রকাশিত: ২১:৫৩, ১৫ আগস্ট ২০২২

২৫ বছরের মধ্যে উন্নত দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারত আগামী ২৫ বছরের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসোমবার ভারতের স্বাধীনতার ৭৫তম বছরপূর্তি অনুষ্ঠানে দিল্লীর লাল কেল্লায় দেয়া ভাষণে মোদি এ কথা বলেনখবর এনডিটিভির

এ ছাড়াও জ্বালানি, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি খাতে দেশীয় উপাদন বাড়ানোর নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে ভারত এ লক্ষ্য অর্জন করবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনিমোদি ভারতীয় তরুণদের বড় লক্ষ্যনির্ধারণ করার ও তাদের সেরা সময়গুলো দেশকে দেয়ার আহ্বান জানিয়েছেন

হিন্দীতে দেয়া ৭৫ মিনিটের ভাষণে ভারতীয় পতাকার রঙের পাগড়ি পরা ৭১ বছর বয়সী মোদি বলেন, ‘আমাদের আগামী ২৫ বছরের মধ্যে, আমাদের জীবকালের মধ্যেই ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে হবেএটি একটি বড় সংকল্প, আর আমাদের সর্বশক্তি দিয়ে এর জন্য কাজ করা উচিত

মোদি বলেন, ‘২০৪৭ সালের জন্য পাঁচটি অঙ্গীকার হলো- ভারতকে উন্নত করা, দাসত্ব বা অন্যদের খুশি করার জন্য অত্যধিক ইচ্ছার যে কোন চিহ্ন মুছে ফেলা, ঐতিহ্যের প্রতি গর্ব, একতা এবং (নাগরিক হিসেবে) নিজেদের দায়িত্ব পালন করা

মোদি বলেন, ‘পঞ্চপ্রাণ সংকল্প পূরণের সময় এসেছেআগামী ২৫ বছরে ৫টি বড় সংকল্প পূরণ করতে হবেএই কাজে সাহায্য করতে এগিয়ে আসতে হবে যুব সমাজকেবহু সংগ্রামের পর স্বাধীনতা অর্জন করেছে দেশস্বাধীনতা সংগ্রাম ও বিপ্লবীদের আত্মত্যাগ বিফলে যেতে দেয়া যাবে নাআমাদের বীর বিল্পবীদের স্বপ্ন পূরণ করতেই হবে

বর্তমানে ভারতকে নি¤œ-মধ্য আয়ের অর্থনীতি হিসেবে শ্রেণীভুক্ত করেছে বিশ্ব ব্যাংকযে সব দেশের মাথাপিছু জাতীয় আয়ের গড় ১০৮৬ ডলার থেকে ৪২৫৫ ডলারের মধ্যে তাদের এই শ্রেণীতে রাখে তারাযুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোর মাথাপিছু আয় ১৩২০৫ ডলার বা তারও বেশি

ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি এবং ২০২৩ এর মার্চে শেষ হতে যাওয়া চলতি অর্থবছরে এর ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে, যা বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে দ্রুততমঅনেক বিশেষজ্ঞের ধারণা, ২০৫০ সালের মধ্যে ভারতের অর্থনীতির আকার বৃদ্ধি পেয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম হয়ে দাঁড়াতে পারে, কিন্তু মাথাপিছু আয় যা বর্তমানে ২১০০ ডলারের আশপাশে আছে, তা তখনও অনেক দেশের তুলনায় কমই থাকতে পারে

×