ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের ‘ওয়ারেন বাফেট’ রাকেশ আর নেই

প্রকাশিত: ১৩:৪২, ১৪ আগস্ট ২০২২; আপডেট: ১৮:৫২, ১৪ আগস্ট ২০২২

ভারতের ‘ওয়ারেন বাফেট’ রাকেশ আর নেই

রাকেশ ঝুনঝুনওয়ালা

ভারতের ‘ওয়ারেন বাফেট' রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই। রবিবার (১৪ আগস্ট) ভোরে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন রাকেশ।

কলেজে থাকাকালীন স্টকগুলিতে ড্যাবলিং শুরু করেন তিনি। একটি স্টক ট্রেডিং ফার্ম, রেরি এন্টারপ্রাইজেস পরিচালনা করেছিলেন।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন প্রধান রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, জীবনে পূর্ণ, বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিসম্পন্ন, তিনি আর্থিক জগতে একটি অদম্য অবদান রেখে গেছেন। তিনি ভারতের অগ্রগতির বিষয়েও খুব আবেগপ্রবণ ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। তার পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।
কোটাক মাহিন্দ্রার প্রধান নির্বাহী ও স্কুলের বন্ধু উদয় কোটক বলেছেন, ঝুনঝুনওয়ালা বিশ্বাস করেছিলেন স্টক ইন্ডিয়াকে অবমূল্যায়ন করা হয়েছে এবং তিনি সঠিক ছিলেন।

 আর্থিক বাজার বোঝার ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে তীক্ষ্ণ ছিলেন। রাকেশ তোমাকে মিস করব!

সূত্র: রয়টার্স

এসআর

×