ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লিতে ফের মাঙ্কিপক্সের হানা, শনাক্ত আফ্রিকান তরুণী

প্রকাশিত: ১৮:৪৯, ১৩ আগস্ট ২০২২; আপডেট: ১৯:০৪, ১৩ আগস্ট ২০২২

দিল্লিতে ফের মাঙ্কিপক্সের হানা, শনাক্ত আফ্রিকান তরুণী

মাঙ্কিপক্স

ভারতের দিল্লিতে আরও এক মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আফ্রিকার এক তরুণী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিল্লিতে মাঙ্কি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ জন।

জানা গিয়েছে, সংক্রমিত ২২ বছর বয়সি আফ্রিকার ওই তরুণীকে লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক মাস আগে ওই তরুণী নাইজেরিয়া গিয়েছিলেন।

দু’দিন আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার রাতে তরুণীর রিপোর্ট পজিটিভ আসে। দিল্লিতে মাঙ্কিপক্সে সংক্রমিতদের মধ্যে এ নিয়ে দুই মহিলা আক্রান্ত হলেন।

এখনও পর্যন্ত ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ১০ জন। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে কেরলে। ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। দিল্লিতে সংক্রমিত পাঁচ জনের মধ্যে এক জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

সম্পর্কিত বিষয়:

×