
.
তাইওয়ানকে দমন করতে উন্নত প্রযুক্তির এক ভয়ঙ্কর হেলিকপ্টার আনতে চলেছে বেজিং। ‘এআর-৫০০সি’ নামে হেলিকপ্টারটি চালাতে কোন পাইলট লাগবে না। ড্রোনের মতো দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। অনেক উচ্চতা দিয়ে উড়তে পারে এই হেলিকপ্টার। সামরিক অনুশীলনের নামে তাইওয়ানের চারপাশে ক্ষেপণাস্ত্র হামলা করছে চীনের সেনাবাহিনী। চীনের দাবি, তাইওয়ানে শুধু ক্ষেপণাস্ত্র হামলা যথেষ্ট না। তাই এবার ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি নিজেদের বহুল আলোচিত মানববিহীন হেলিকপ্টারটিকেও কাজে লাগানোর পরিকল্পনা করছে বেজিং। -ইয়াহু নিউজ