ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দেশে তৈরী প্রথম যুদ্ধ বিমানের মোড়ক উন্মোচন করল ইরান

প্রকাশিত: ১৯:০০, ২২ আগস্ট ২০১৮

দেশে তৈরী প্রথম যুদ্ধ বিমানের মোড়ক উন্মোচন করল ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরান এই প্রথম তাদের দেশে তৈরী করা যুদ্ধ বিমানের মোড়ক সম্প্রতি উন্মোচন করেছে। তেহরানে এক প্রতিরক্ষা প্রদর্শনীতে বিমানটির এ মোড়ক উন্মোচন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শিত বিভিন্ন ছবিতে প্রেসিডেন্ট হাসান রোহানিকে ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রির এক্সিবিশনে ‘কাউসার’ নামের নতুন একটি যুদ্ধ বিমানের ককপিটে বসে থাকতে দেখা যাচ্ছে। বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, এটি হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি যুদ্ধ বিমান। বিমানটি শতভাগ দেশীয় প্রযুক্তিতে তৈরী। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইতোমধ্যে এ যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালানো হয়েছে।
×