ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নোট বাতিলে কালো টাকার মালিক নয়, সাধারণ মানুষই বিপাকে

প্রকাশিত: ০৬:০৭, ২৯ ডিসেম্বর ২০১৬

নোট বাতিলে কালো টাকার মালিক  নয়, সাধারণ মানুষই বিপাকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার নোট বাতিলের ফলে কালো টাকার মালিকদের ঘুম নেই বলে দাবি করেছেন। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বললেন অন্য কথা। তিনি কালো টাকার মালিকদের ধরতে নোট বাতিলের কার্যকারিতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও এবিপির। অমর্ত্য সেন বলেন, যেটাকে ব্ল্যাকমানি বলা হয়, তার খুবই সামান্যই টাকা হিসেবে কালো টাকার মালিকদের কাছে থাকে। এটি নির্মূল করার কোন উপায় নেই। এর আশা করাও ক্ষীণ। নোট বাতিল করায় যাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে, সেটা কালো টাকার মালিক বা কালো টাকা বলে নয় বরং তারা সাধারণ নাগরিক। পাঁচ শ’ টাকার উপরের নোট রাখেন এমন অনেকেই আছেন যারা ব্যবসা করেন, ছোট কাজ করেন, বাড়ির গৃহকর্ত্রী। তারা কিছু টাকা রেখে দেন অসময়ে কাজে লাগানোর জন্য। সাধারণের তুলনায় যারা বেআইনী কাজ করেন তাদের অসুবিধা তুলনামূলক কম। কেননা তারা কখন কি ব্যবস্থা নিতে হয় তা জানেন। তাদের ণত্ব-ষত্ব জ্ঞান আছে। তাদের পক্ষে সবকিছু যেভাবে ম্যানেজ করা সহজ সাধারণ লোকের পক্ষে তা অসম্ভব। প্রধানমন্ত্রী দাবি করছেন, এখন ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদী সুফল মিলবে। অমর্ত্য সেন অবশ্য এমন কোন আশা দেখছেন না। তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। এটা মনে করার কোন কারণ নেই। রাজনৈতিক ও অর্থনৈতিক সুব্যবস্থা হলে দুর্ভোগ কমে আসবে। অর্থনৈতিক যে বিষয়গুলো অবহেলা হচ্ছে যেমন শিক্ষা, চিকিৎসার অভাব, চাকরি পাওয়ায় অসুবিধা এসব দূর না হলে লোকের কষ্ট কমবে, এটা মনে করার কোন কারণ নেই। আমাদের আশা করতে হবে, যেসব বিষয়ে ঘাটতি রয়েছে সেই ঘাটতি কখনও নোট বাতিল করে পূরণ হয় না।
×